মোর হৃদয় গভীরে কিছু নিঃশ্বাস
পাথরের ন্যায় চেপে আছে।
ঘুরতে পারিনা যদি বা কেউ
দেখে ফেলে পাছে।
এ নিশ্বাঃস বিশাক্ত কিটের ন্যায় আমাকে
কুরে কুরে খাচ্ছে।
বলতে পারিনা। এ খতর কথা।
ভয়
আমায় নিয়ে হাসছে।
কখনো মনে হয়, চিৎকার করে বলি।
বাচাঁও আমায়।
তখনি সম্মানে বাঁধে,এ কাজ কি?
আমাকে মানায়?
তাই ভেবে থেমে যাই। কিন্তু বিসাদের সূর?
সেতো থামবার নয়।
এক পা আজ মৃত্যুর দুয়ারে দিয়ে দেখছি
জীবনের পরাজয়।
(মোঃনাজমুল হক) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।