আমার নিক পদ্মলোচন করে দেওয়া হোক
পরাজয়
আবারো ডানা মেলেছে শকুন
শুনি হায়েনার অট্টহাসি।
আবারো পরাজিত তোমার আমার মূল্যবোধ,
সস্তা কথার ডামাডোলে ।
ভেসে আসে খাবারের সুবাস ,
ডাস্টবিন থেকে কুড়িয়ে খায় মানব শিশু।
মানবধিকার চাই সবার,
সস্তা কথার বুলি।
অবাস্তব, ফাকা কথা সব।
রাহেলাদের খুনীরা বেচে রয়
তাও বার বার বিচার চেয়ে ফিরে
আমজনতা।
আরে বাবা টাকায় কথা কয় ,
মামা চাচারা ফোনে রয়,
বিচায় যায় কেনা।
বাসের জানালায় বাড়ানো বৃদ্ধের হাত,
মাফ কর বাবা, নাইলে দূরে গিয়া মর।
তিন দশক আগে হারানো পা
আজ তার গ্লানির কারন ।
কেন তাঁর নাম নেই
তিন দশকের কোন তালিকায়?
মুক্তিযোদ্ধা ভাতা
সম্মাননা না প্রহসন ?
ফাকা কথা, শুধুই মিথ্যের মায়াজাল।
২০ টাকা খামে ভরে সম্মামনা,
এ কেমন তর প্রতিদান?
আরে খ্যামা করো বাবা
যা দিয়েছি তাই তো আর কি চান!!!!!
“শালার বাঙ্গালী
খাইতে দিলে বইতে চায়” ।
হ্যা আবারো হাসছে হায়না,
গলায় পৈশাচিক উল্লাস।
পরাজিত মানুষটির মৃত্যুর অপেক্ষায় শকুন,
এখন শুধুই ভোজ পর্ব বাকী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।