আমাদের কথা খুঁজে নিন

   

পরাজয়

http://www.facebook.com/reyad.parvez.3 আজ কবিতাকে খুন করব. খুন করে মিশে যাব কমার্শিয়াল জনস্রোতে. কেড়ে নেব কবিদের নির্ঘুম রাত- অন্তহীন ভাবনার দুর্বার উদ্দাম, আমি কেড়ে নেব. ঝলমলে দোকানের পরিপাটি সজ্জায়, এক কাপ কফি- টাকার নান্দনিকতায়, কবিতা তোমাকে ভুলে যাব. গমগমে এভ্যিনিউর আনাচে কানাচে, ঝাঁ ঝাঁ রোদের উশৃঙ্খল বাঁকে- লাভ ক্ষতির হিসেব মিলিয়ে নেব. আমি বাধ্য করব, তোমাদের হাঁটু গেড়ে বসতে- লোভের দাসত্বে- তোমরা ভুলে যাবে সব স্বাভাবিকতা ফুঁড়ে, মাথা উঁচু করে দাঁড়াতে. পূর্ণিমার রাতে শেষ প্রহরের বুনো জোছনা দেখে- আবার ঘুমিয়ে যাবে কবি তুমি অস্পষ্ট হাই তুলে, সব শেষে সব বরবাদ- কবি- তুমি কবিতা ভুলে যাবে.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।