ঈশ্বরের দুই কাঁধ তাদের দূরত্ত্বের শূণ্যতাকে প্রাণ দিয়ে
দেখতে চায় কে তাদের ভেতর বেশী শক্তিশালী,
একপাশে আমি আমার হৃদয়কে তুলে ধরেছি বর্মের মতো
অন্যপাশে যখন তোমার হৃদয় এক খুরধার তলোয়ার
তোমার দিকে তাকাতে পারি না শত্রু ভেবে
আর তোমার কাছে শত্রুও নয় কোনো বিপদ
বরং যুদ্ধে যুদ্ধে শুধু দেখি বারবার হয় যৌথ মিলন ।
আমাদের দূরত্ত্বের শূণ্যতায় প্রবাহিত সরোবরের
সময় পিড়ীত জলে
যুদ্ধক্লান্ত মলিন ঠোঁট থেকে
সব তৃষনা নিংড়ে পিপাসা মিটিয়ে নেয়
যুদ্ধ আর পিপাসা নিজেরাই,
সেই পিপাসা উৎসব আয়োজনে
আমার হাত কখন যে মিলে যায়
তোমার হাতের ভাঁজে!!!!
সময়ের দূর্গ গড়া নিয়ে ঘটে চলা
এই ভয়ঙ্কর সুন্দর যুদ্ধে
পরস্পর বিপরীত দুই তাঁবুতে
হৃদয়ের বিধধস্ত দূর্গ নিয়ে
আমরা বসে থাকি দুই বেদনা-বিপর্যস্ত সৈনিক
যারা যুদ্ধের প্রেমে - ভালবেসে ফেলে তার কাঙ্ক্ষিত ঘাতককে,
কে জানে সেই কথা! যা জানে বলে সময়ের এই গর্বিত সফর!
যুদ্ধের মরিচীকায়
শত্রু-কে চরম ভাবে কামনা করায় কি প্রেম!????????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।