আমাদের কথা খুঁজে নিন

   

মাইর এর বড় কোন দাওয়াই নাই।

বলার মত কিছু থাকতে হবে তো!

বাংলাদেশের প্রশাসনে যাঁরা আছেন, তাঁরা নিজেদেরকে অতি উচ্চমার্গের মানুষ হিসেবে ভেবে থাকেন। আগে যখন তাদেঁর কাছে অবৈধ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছিল তখন তাদেঁর সাথে ঘষা লাগলেও আদালত অবমাননা হয়ে যেতো। আমি এর আগেও লিখেছি জনগনের চাকর ডেপুটি কমিশনার - বাংলায় লেখেন- "জেলা প্রশাসক"! আবার বিভিন্ন ঘোষনা মাইকে প্রচারের সময় বা নোটিশে লেখার সময় লেখেন - "আদেশক্রমে"! জনগনের চাকরের কতবড় সাহস- জনগনকে আদেশ দেয়। পাবনায় জেলা প্রশাসন যে মার খাইতেছে, মনে করেন তাঁদের কোন দোষ নাই? তোরা নিয়োগের টাকা একলা একলা খাইতে গেছস দেইখাইতো সরকারী দলের লোকেরা ভাগা চাইছে। নিয়মমত কাজ করলে সব লোকে তোদের বাঘের মত ভয় পাইবো। এখন পত্রিকায় লেখালেখি কইরা সুবিধা নিতে চাস। আবার একযোগে পদত্যাগ কইরা আন্দোলনের হুমকি দ্যাস! আশ্চর্য!! তাই বলছি "মাইর খাওয়া মাত্র শুরু হইছে"। ভালো না হইলে আরও মাইর আছে কপালে। বুশ খারাপ হইলেও একখান ভালো কথা কইছে-"সব লোককে কিছু সময়ের জন্য বোকা বানায়া রাখা যায়, কিছু লোককে কিছু সময়ের জন্য| বোকা বানায়া রাখা যায়, কিছু লোককে সবসময়ের জন্য বোকা বানায়া রাখা যায়, কিন্তু সব লোককে সবসময়ের জন্য বোকা বানায়া রাখা যায় না" বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.