বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের তুমুল সংযর্ষে অনেক ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছে বিভিন্ন পত্রিকায় এসেছে দেখলাম। ব্যাপারটি উদ্বেগজনক। যাইহোক সংবাদটি পড়ে আশ্চর্য না হয়ে পারছিনা এবং মিলাতেও পারছি না। একটি দৈনিকে পড়লাম ছাত্রলীগের ৭৫ নেতাকর্মী আহত।
এই সরকার ক্ষমতায় আসার পর থেকে সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পলিটেকনিক্যাল কলেজ, ছাত্রাবাস, বাজার, ট্রাক ষ্ট্যান্ড, টোল বক্স আরো অনেককিছুই ছাত্রলীগ, যুবলীগ দ্বারা দখল হয়েছে। যেগুলো আগে ছাত্রদলের বা যুবদলের আওতায় ছিল। এটাই নিয়ম। আশ্চর্য হওয়ার কিছু নাই। একদলের অফিস আরেকদল দখল করে।
সাইনবোর্ড শুধু নতুন ভাবে লিখা হয়।
যাইহোক। শিবির এই আমলে ছাত্রলীগকে পিটালো, এটা কিভাবে সম্ভব? আর কিছুদিন আগপর্যন্তও পত্রপত্রিকায় ছাত্রলীগের যে পেশীশক্তি বা অস্ত্রশক্তি দেখলাম তাতে গতকাল ছাত্রশিবির কর্তৃক ছাত্রলীগের মাইর খাওয়াটা মানা যায় না(!)
এভাবে ছাত্রশিবিরের দিকে পিঠ এগিয়ে দেয়াটা ঠিক? এটা রীতিমত অন্যায়!!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।