আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ েন মাইর খায়?

বিশ্বজিতকে কোপাইয়া মারার সময় এসি হারুন প্রায় ৫০ জন পুলিশ নিয়া ২০ গজ দূরে দাড়াইয়া ছিলেন........ উনি মনে করছিলেন সে শিবির কর্মী ছিল। তাহলে এই পুলিশ সদস্য দের সরকারি লাঠিয়াল বাহিনীর সদস্য মনে করতে দোষ কি? এই পুলিশ গত বছরের শুরুর দিকে মাঝ রাতে আমাদের মেসের সব পলাপাইন রে থানা হাজতে নিয়া রাখছে। কি অপরাধ ছিল আমাদের? আমাদের মেসের নিচের তলায় পুলিশের পা পড়েনি। কারন সেটা ছিল chattro league পরিচালিত মেস। পরে শুনি আমাদের নাকি শিবির সশ্লিষ্ট করার চেষ্টা করেছিল থানা ওয়ালারা।

যাদের কাজ সাধারন জনগনে নিরাপত্তা বিধান করা। তারা যদি রাজনৈতিক সরকারের লাঠিয়ালে পরিনত হয় তাহলে তাদের নৈতিক বল থাকে কি করে। শিবির াঁশের লাঠি দিয়ে পেটানোর সুযোগ পায় কারন তারা নির্দেশিত তাদের নেতা দ্বারা। chattro dol অথবা chattro league এর কাউ কে দিয়ে এই কাজ হবেনা। কারন তারা সেই কাজের জন্য নির্দেশিত থাকেনা।

আজ যদি পুলিশ জনগনের সত্যিকার বন্ধু হত, তাদের নিরাপত্তায় ব্রত থাকত তাহলে এই বালের শিবিরের ক্যাডার দের ধইরা সিধা করতে পুলিশ লাগত না। নিদেন পক্ষে পুলিশ রে সেভ করতে যাইত সেই জনগন। কিন্তু পুলিশের ভুমিকা কি বন্ধুস্বরূপ? একবাক্য সবাই ববেন না। আজ পুলিশের কাজ হচ্ছে ক্ষমতাসীন দলের উপর থেকে নিচ প্যন্ত যারা আছে তাদের হোগা চাটা। #আজ অনেক সুশীল দের দেখছি নানা আবেময় কথা দিয়া পুলিশের প্রতি মায়া কান্না দেখাইতেছে।

অথচ তারা এটাও জানে ক্ষমতার পালাবদলে এই পুলিশ সদস্য রাই তাদের ভবষ্যৎ গনতান্ত্রিআন্দলনে পদে পদে বাঁধা দিবে। আমি দেখেছি মতিয়া চৌধুরী কে কারা রাজ পথে অপদস্থ করেছিল। তারাই বছরখানেক আগে বিরোধী দলীয় চীফ হুইপ কে রাস্তায় অপদস্ত করেছে (সেটার জন্য নাকি সেই পুলিশ অফিসার পুরস্ৃত হইছে)। ভবিষ্যতে যদি কোনদিন মখা আলমগীর এর জন্য সিদ্ধ ডিম লাগে তখন এই পুলিশই যত্ন করে মখা'র হোগা দিয়া ডিম ধুকাবে। যেই পুলিশের এই নৈতিক বল সেই পুলিশ যে তেড়ে আশা আক্রমন কারীকে দেখে ্যাবাচ্যাকা খেয়ে যাবে সেটাই স্বাভাবিক।

কারন তারা জানে তারা জনগনের সেবক না, তারা সরকারের সেবক অথবা সরকারি লাঠিয়াল বাহিনী। # ডি এম পি কমিশনারের নির্দেশ শিবির দেখার সাথে সাথে গুলি করতে। উপরের উদাহরন দিলাম পুলিশের শিবির চেনার। যারা এই নিদেশে খুশি হইছেন তাদের বলি আপ্নের বোনদের বাসা থেকে বের হতে দিয়েন না। পুলিশের গুলি শিবির কর্মী কে মিস করলেও করতে পারে কিন্তু আপ্নের ভাই অথবা বোন কে মিস করবেনা।

চেহারা দেখে শিবির কর্মী বুঝা গেলে এটা কথা ছিল, আপ্নের পাশের োকটা যে শিবির কর্মী না সেটা আপানি নিশ্চিত হবেন কিভাবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.