আমাদের কথা খুঁজে নিন

   

মাইর খাওনের চান্স নাই

ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ

কাইলকা এক গেস্ট আসব বাড়িতে-আমার দূর সম্পর্কের এক চাচা। আমি রান্না করুম। রান্নার মেন্যু হইল- মোরগ পুলাও,চিংড়ি ফেরাই,বেগুন ভাজি,নিরামিষ,পটল ভাজি,ডিম ভুনা......সাথে ভাত আর আলু ভর্তাও থাকব। (দ্যাশের বাইরে চইলা যাইব কিনা,তাই ভাত-আলু ভর্তার মায়া ছাড়তারসে না) আমি রান্না করুম মোরগ পুলাও,চেংড়ি ফেরাই আর ইস্পিশালি আলু ভর্তা বাকিডা মা-য় করব আল্লা জানে খাইতে পারব কিনা! তয় আশার কতা হইল,পরের দিনই চাচা কুরিয়া মাইনে কোরিয়া চইলা যাইতেসে......তাই আমার রান্না খাইয়া বাড়িতে আসা বন্ধ করল কিনা সেইডার টেনশন নাই আর মাইর খাওনের চান্সও নাই ইয়াহহহহহহহহহহহু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.