আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের পরিবার একটি গনতান্ত্রীক পরিবার(গনতন্ত্রের আদর্শ নমুনা)।



গনতন্ত্র কাকে বলে তা আমি পড়েছিলাম সেই ক্লাস এইটে আব্রাহাম লিংকনের উক্তির মাধ্যমে। তারপর অনেক বছর কেটে গেছে। দেখেছি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গনতন্ত্র। স্থান ভেদে যে গনতন্ত্রের সংজ্ঞা পালটে যায় তার অনেক প্রমান আমি পেয়েছি। টুঙ্গীপাড়ায় গনতন্ত্রের সংজ্ঞা এক রকম আর বগুড়ায় আর একরকম।

কিন্তু আমি দেখেছি গনতন্ত্র আমাদের পরিবারে। আমি জানি আমার এই লেখা পড়ে অনেকে আমাকে নেগেটিভ মন্তব্য করতে পারেন বলতে পাবেন আমি বা আমরা সুবিধাবাদী। না ভোটের সময়ও আমরা আমাদের পছন্দের দলকে ভোট দেই। এটা শুধু আমাদের পরিবারে না আমি আরো কয়েকটা পরিবার এরকম দেখেছি। আমার চাচা আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি, আমার আম্মা ইউনিয়ন পরিষদ সদস্যা ছিলেন আওয়ামীলীগ থেকে।

আমার বড় ভাই বিএনপি পন্থি। আমার ছোট ভাই জামায়াত পন্থী। আমি নিজেও বিএনপি- আওয়ামীলীগ কোনটাকেই ভাল লাগে না। তার মানে আমি জামায়াত পন্থি। যাই হোক আমরা মাঝে মাঝে সবাই দেশের কথা বা তাদের দলের কথা নিয়ে আলোচনা করতাম।

খুব জমতো আমাদের এই আলোচনা। একবারতো আমার চাচা খুবই রেগে গেল আমার ছোট ভাইয়ের কথায়। তার কথা গিয়েছিল বংগবন্ধুর বিপক্ষে। যাইহোক আমরা সবাই তাদের দলের নেগেটিভ পজেটিভ কথা আলোচনা করতাম। তারপর সবাই একসাথে রাতের খাবার খেতাম।

সুতরাং আমাদের পরিবার যদি গনতান্ত্রীক হতে পাবে তাহলে দেশ পারবে না কেন? আমরা শুধু কাগজে কলমে গনতান্ত্রীক হতে চাই না আমরা চাই বাংলাদেশের প্রধান দুটি দল দেশের স্বার্থে গঠন মুলক আলোচনা করুক। আমরা থিয়োরিটিক্যাল গনতন্ত্র চাই না আমরা প্রাকটিক্যাল গনতন্ত্র চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.