আমাদের কথা খুঁজে নিন

   

পেঁয়াজের ঝাজ আর ছবির কথা বলা!


সবসময় শুনেছি পেঁয়াজ কাটবার সময় চোখ দিয়ে পানি পড়ে, আর এখন তো দাম শুনে চোখের পানি পড়ার দশা! আমার ভাগ্নে কাবুল কাল দুকেজি পেঁয়াজ কিনে ফেসবুকে স্টেটাসে দিয়েছে আর ২৮৯ জনকে ট্যাগ করেছে! প্রচুর কংগ্রেটস পেয়েছে! আগে এক কোম্পানীর আলু চিপসের একটা নাম আর আইটেম ছিল ক্রীম এন্ড অনিয়ন এখন খালি ক্রীম! পিজ্জাতে পেঁয়াজ কমে কাঁচা পেঁপে আসছে! ভারতীয় একটা ছবির নাম হয়েছে পেঁয়াজ কাপড়া আওর মাকান! আমাদের বানিজ্য সচিব বলেছেন পেয়াজের দাম ঠিকই আছে!! লোকটা বলছে 'ছেলেটা ৩ কেজি পেঁয়াজ কিনছে মানে বেশ মালদার পার্টির ছেলে হবে, আমার কন্যা নাবিলার সাথে কেমন হবে!' যাক পেয়াজের দামে সংষ্লিষ্টরা মাথা চুলকাক আপনি এবার ছবি দেখে কথা বুঝুন: মুড খারাপ! মা বকেছে! কি ঠান্ডা! জমে গেলুম! সাহসের দেখেছেন কি? এতগুলান কুত্তা! তাতে কি আমি থোড়াই কেয়ার করি! সাহায্যকারী হাত! আসলে সবাই একবারেই আসে! হায় হায় এটা কি হলো, এত দুঃখে যাব কোথায়! আচ্ছা পরে হলেও চলবে! মাথা খারাপ নাকি এটা দিয়ে নেমে বাথরুম যাব, আর উঠতে হবেনা! ধৈর্য্যের অভাব! পেট্রোল পাম্পে তেল দেয়া শেষ হওয়ার আগেই পাইপ নিয়েই দৌড়! অন্তরঙ্গ! আমি এত যে তোমায় ভালবাসি তবু মনে হয় .. সরি! ভুল হয়ে গেছে। ট্যাক্সের টাকা হালাল হচ্ছে! বেতন নিবা ঘুষও নিবা আর রা্তে ডিউটি করবানা তাতো হয়না! এই যাহ বানান ভুল! পেইন্টার ব্যাটা কোথায়? টায়ার্ড! এত খাটাখাটনীর পর আর নড়তে পারছিনা ভাই। সুত্র: ইন্টারনেট থেকে সংগৃহিত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.