আমাদের কথা খুঁজে নিন

   

‘তথ্য ভুলে পেঁয়াজের দাম বৃদ্ধি’

একই সঙ্গে সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম বাড়ার সঙ্গে ব্যবসায়ীদের ‘কারসাজি কিছুটা’ দায়ী বলেও মনে করছেন কমিটির সদস্যরা।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম বাড়া নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে পেঁয়াজের উৎপাদন, চাহিদা আর আমদানির তথ্যে ভুল আছে। উৎপাদন ও আমদানি মিলিয়ে আমাদের চাহিদা মিটে যাওয়ার কথা। কিন্তু সেটি না হয়ে উল্টো দাম বাড়ছে।


“তথ্য সঠিক থাকলে পেঁয়াজের দাম বাড়তো না। ”

আবুল কাসেম জানান, আগামী কোরবানির ঈদের আগে যাতে পেঁয়াজের দাম না বাড়ে সেজন্য মন্ত্রণালয়কে সজাগ থাকতে বলা হয়েছে।
দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৩ লাখ টন বলে ধরা হয়।
কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বাজারে পেঁয়াজের সরবরাহে কোনো সংকট হওয়ার কথা নয়। এ বছর ১৯ লাখ ১৪ হাজার মেট্রিক টন উৎপাদন হয়েছে।


আর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে আমদানি হয়েছে ৫ লাখ টনের বেশি।
অগাস্ট মাসে বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে রাজধানীর বাজারগুলোতে তা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়।
পরে বাজার সামাল দিতে জরুরি ভিত্তিতে ৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে আমদানি করা ওই পেঁয়াজ এখন খেলা বাজরে বিক্রি হচ্ছে।
এদিকে আগামী কোরবানির ঈদকে সামনে রেখে মসলার বাজারে নজরদারি বাড়াতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।


কমিটির সভাপতি এবিএম আবুল কাসেম এ প্রসঙ্গে বলেন, “আগামী কোরবানির ঈদে যাতে মসলা বিশেষ করে গরম মসলার বাজার যাতে স্থিতিশীল থাকে সে জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ”
কমিটির সভাপতি এবিএম আবুল কাসেমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তহুরা আলী, রুমানা মাহমুদ, এম. আব্দুল লতিফ, এবং শেখ আফিল উদ্দিন বৈঠকে অংশ নেন।
বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. সাহাব উল্লাহসহ সংশ্লিষ্ট  কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.