রোববার এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, “আজ প্রতি কেজি পেয়াঁজের মূল্য বৃদ্ধি পেয়ে ১২০ টাকা হয়েছে। কারা ঈদের আগে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করলো?
ফাইল ছবি “খোঁজ নিলে দেখা যাবে, যারা ডেসনিটি, হলমার্ক, পূঁজিবাজার, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে- সরকারের ওই গোষ্ঠীই ঈদের আগে পেঁয়াজের দাম বাড়িয়ে মুনাফা হাতিয়ে নিচ্ছে। ”
ফাইল ছবি
জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্রি থিংকারস ফোরাম’ নামে একটি সংগঠনের উদ্যোগে ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন: প্রতিবেশী দেশের অভিজ্ঞতা’ শীর্ষক এ আলোচনা সভা হয়।
দেশের জনগণকে তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম মিয়া বলেন, “লুণ্ঠনকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে চাইলে ২৪ অক্টোবরের পর সবাই রাস্তায় নেমে আসুন। চুপ করে ঘরে বসে থাকলে চলবে না।
যতক্ষণ পর্যন্ত সরকার ক্ষমতা ছাড়বে না, ততোক্ষণ আমাদের রাস্তায় থাকতে হবে। ”
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, “১২৩ অনুচ্ছেদ অনুযায়ী ২৪ অক্টোবরের পর এই সংসদ অধিবেশন দীর্ঘ করার কোনো সুযোগ নেই। অথচ ক্ষমতাসীন দলের সিনিয়র সংসদ সদস্যরা এখন স্পিকারের কাছে সংসদ চালিয়ে যাওয়ার দাবি জানাচ্ছেন। ”
দলীয় সরকারের অধীনে সংসদের মেয়াদের ৯০দিনের মধ্যে নির্বাচন করার বিধান করে এখন ক্ষমতাসীনরাই তা মানতে চাইছে না বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।
রফিকুল ইসলাম মিয়া বলেন, “তাদের উদ্দেশ্য একটাই- নিজেরা আরো ক্ষমতায় থাকা।
”
অনির্বাচিত ব্যক্তিদের অধীনে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
সংগঠনের চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে জামায়াত সমর্থিত দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মাওলানা শোয়েব আহমদ আলোচনা সভায় বক্তব্য দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।