জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
আবারও সরকার বেসরকারী টিভিতে বিটিভির সংবাদ প্রচারের জন্য তাগিদ দিয়েছে। গত ১৬ সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক ফ্যাক্স-বার্তায় বেসরকারী টিভিগুলোকে দুপুর দুইটা ও রাত আটটার সংবাদ প্রচারের জন্য বলা হয়েছে।
পত্রিকায় বিষয়টি জেনে রীতিমতো মেজাজ খারাপ হয়ে গেল। বেসরকারী টেলিভিশন নীতিমালা থেকে এই কুৎসিত নিয়মটি এখনও কেন বাদ দেয়া হয়নি বোধগম্য নয়। যেখানে ১৯৯০ সালে তিন জোটের রূপরেখায় বিটিভিতে স্বায়ত্ত্বশাসন দেয়ার কথা ছিল, সেখানে বেসরকারী টিভিতে বার বার সরকারী টিভি বানাতে চায় কেন সরকার ?
এমনিতে আমরা বাংলাদেশী বেসরকারী চ্যানেলগুলোতে ব্যাপকভাবে নিজস্ব সংবাদ প্রচারের ব্যবস্থা আছে ।
তাদের খবরের মান বিটিভির খবরের মানের চেয়ে খারাপ নয়। বরং নানা চ্যানেল থাকাতে তাদের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে খবরের মান উন্নত করার প্রয়াস লক্ষ্য করা যায়।
দুপুর দুইটা ও রাত আটটা বেসরকারী টিভির জন্য প্রাইম টাইম। এ সময় টিভির সামনে বিপুল দর্শক থাকে। বিশেষত রাত আটটায় প্রচুর দর্শক টিভির সামনে থাকে সেটা নিশ্চিতভাবে বলা যায়।
কিন্তু এই প্রাইম টাইমে বিটিভির সংবাদ প্রচার করা হলে দর্শক সোজা চলে যাবে বিদেশী চ্যানেলে। কেউ বসে বসে বিটিভির সংবাদ দেখবে না।
১৯৯৮ সালে বেসরকারী টেলিভিশনের জন্য যে নীতিমালা আছে , সেটা থেকে বিটিভির সংবাদ প্রচারের বাধ্যবাধকতা বাদ দেয়া হোক। এই নীতিমালা এখনও ধরে রাখার কোন মানে হয় না।
সবগুলো চ্যানেলে একসাথে বিটিভির সংবাদ প্রচার করার ভুতুরে এবং স্বৈরাচরী নিয়মটি বাতিল করা হোক।
এই রকম মাথামোটা স্বৈরাচারী বিধি কোন গণতান্ত্রিক দেশে বহাল থাকতে পারে না।
বিস্তারিত সংবাদ এখানে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।