ছোটবেলা থেকে পড়লাম। মৌলিক অধিকার- অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর চিকিৎসা।
আজব দুনিয়া, সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ি, শিক্ষার সাথে সরকার ফ্রি দিলো মৃত্যভয়। আমার বন্ধুর মা ছেলেকে বলেন, বাবা- তোদের তিন তলায় রেলিং আছে তো? চিন্তা করেন, সরকারী পড়ালেখায় তীব্র সিট সংকটের মাঝে কিভাবে আমরা সবাই হুড়মুড় করে ভর্তি হই। বাবা-মা'র কিছু পয়সা কম খরচ হবে, চমৎকার একটা ক্যাম্পাসে পড়াশোনা শেষ করব।
আর আমাদের হাতে এরা তুলে দিচ্ছে কি?
অস্ত্র...
অবৈধ ক্ষমতা...
অসুস্থ রাজনীতি...
এগুলা কিন্তু বন্ধ হবে না। কারন, এতে তাদেরই লোকসান। সবাই দায়িত্ব ছেড়ে দিচ্ছে, আমাদের ভাগ্য তুলে দিচ্ছে ছাত্রলীগের হাতে।
আর অন্যদিকে...
বেসরকারী বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল অংশ পড়তে আসে বাধ্য হয়ে। টাকার গরম দেখাতে না।
বেসরকারী বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু পড়ছে, তাকে অতিরিক্ত প্রায় ৪৩ হাজার টাকা দিতে হবে। তার বাবা হাউজ লোন নিয়ে ছেলেকে পড়াচ্ছেন। সরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে তীব্র সিট সংকট। কাউকে না কাউকে এ দূর্ভাগ্যের শিকার হতেই হবে। এ সুযোগ আবার লুফে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ; দফায় দফায় টিউশন ফি বাড়াচ্ছে এরা।
সরকারের কোন হস্তক্ষেপ নাই এখানে। কারন, এখানে তাদের কোন লাভ নাই। এদের উত্তরসূরীরা তো আর বেসরকারী বিশ্ববিদ্যানয়গুলো থেকে আসবেনা। এতেও কেমন জানি তাদের ভালো লাগছিলো না, জীবনে প্রথমবারের মত শুনলাম, মৌলিক অধিকারের উপর ভ্যাট দিতে হবে। আজকে মহাখালীতে দাঙ্গা পুলিশ পিটিয়েছে আন্দোলনরত ছাত্রদের।
আপনার কি ধারনা, এটা ছাত্রলীগের ভাংচুর হলে পুলিশ এখানে আসতো????
দুই বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কাজকর্ম দেখছি। কখনো পুলিশ ঠিক সময় হস্তক্ষেপ করতে আসে নাই।
আপনাদের কি মনে হয়? বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকলে এদের এ ধরনের পরিণতি হত???
দুঃখজনক হলেও সত্য, আমার মনে হয় নিজেদের নিশ্চিৎ শিক্ষার স্বার্থে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চালু করতে হবে.....
পুনশচঃ বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধ হোক, সরকার মানুষ হিসেবে আমাদের বিবেচনা করুন, আমিন...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।