আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষায় ক্লান্ত বিষন্ন ভঙ্গুর হৃদয়ের মানুষগুলো

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। অধর চন্দ্রের অপেক্ষায় ক্লান্ত বিষন্ন ভঙ্গুর হৃদয়ের মানুষগুলো আজ দুপুরে মুখে স্লোগান তুলে নেয়। তাদের দাবি অন্তত স্বজনের লাশ। শ খানেক মানুষ বিক্ষোভ দেখিয়েছেন সেখানে।

সাভারের উপজেলা নির্বাহি কর্মকর্তা কামরুল হাসান বলেছেন ১০২ জন নির্খোঁজ। কিন্তু এ সংখ্যা আরো বেশি বলে দাবি করছেন স্বজনরা। আজ মঙ্গলবার সেনাবাহিনী উদ্ধার কাজ শেষ করে চলে গেছে। নিখোঁজ স্বজনের লাশ না পেয়ে ক্ষুব্ধ মানুষ। তাদের সামনে সান্তব্না বলে কিছু থাকলো না।

এত অল্প দাম সাধারণ মানুষের জীবনের? কোনো রকমের জবাবদিহিতা ছাড়া্ই উদ্ধার কাজ গুটিয়ে চলে যাওয়ার কোনো মানে হয় না। নিখোঁজ একজন হোক আর এক হাজার জনের হোক, স্বজনদের অধিকার তাদের প্রিয়মুখের ফেরৎ পাওয়া। অন্তত লাশটা হলেও। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।