কিছু ভূল কিছু স্মৃতি নাড়া দেয় সর্বক্ষণ
মাদক ব্যবসায়ী ও চোরদের সহায়তার অভিযোগে কলম্বিয়ার বারাকুইলা শহরের পুলিশ একটি টিয়াপাখি গ্রেফতার করেছে। বেশ কয়েকটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩০০ পুলিশ মাদক ব্যবসায়ী ও চোরদের একটি গোপন আস্তানায় হানা দেয়। পুলিশ কর্মকর্তারা সেখানে পৌঁছানোর পর একটি কণ্ঠ শোনা যায়, ‘দৌড়াও, দৌড়াও, বিড়াল তোমাকে ধরতে আসছে!’ এরপর দেখা যায় লোরেঞ্জো নামের একটি টিয়াপাখি একথা বলছে। পাখিটির সতর্কবার্তা পেয়ে অপরাধীদের সবাই পালিয়ে যেতে সক্ষম হয়। টিয়াপাখিকে এভাবেই প্রশিক্ষণ দেয়া হয়েছিল। এ ঘটনায় পুলিশ ওই পাখিটিকে আটক করে।
পুলিশ অবশ্য চার ব্যক্তিকেও গ্রেফতার করে। একইসঙ্গে ২৫০টি ছুরি ও এক হাজার ডোজ গাঁজা আটক করা হয়। পুলিশ কর্মকর্তা এদুয়েস মুনোজ বলেন, পাখিটি পুলিশের গাড়িতে নেয়ার সময়ও ‘দৌড়াও, দৌড়াও’ বলে কথা বলছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।