আমাদের কথা খুঁজে নিন

   

গান্ধীর অনুসরণ একরুটি দুই বটি ???

পাওয়া আর না পাওয়ার ব্যথা নিয়ে যেতে হবে বহু দুর্গম পথ, অজানার উদ্দেশ্যে । মহন লাল করম চাঁদ গান্ধী দক্ষিণ এশিয়ার শান্তির দূত জাতির উদ্দেশ্যে বাণী দিতেন ঠিক এমন করে, যদি কেউ তোমার বাম গালে থাপ্পড় মারে তুমি তাকে ডান গাল আগে করে দিবা তাহলেই কেবল হিংসা প্রতিরোধ করা সম্ভব হবে এবং সেটাই হবে অহিংসা পরম ধর্ম । অতিরিক্ত কথা মহা পাপ,মানুষের আবিষ্কার অনেক কিন্তু গান্ধীর ছিলো এক রূটি দু বটি বলতে একটি আটার রূটি দু বটি একটা পেঁয়াজ একটি টমাটুর কথা বললেন একজন মানুষের জীবন ধারণের জন্য এই তিন টুকরো খাদ্যের মাঝে মানুষের জীবন ধারণের সব উপকরণ আছে এই তিন টুকরো খেয়ে জীবন ধারণ হলো উত্তম অসাধারণ কথা গুলো যদি প্রতিটি মানুষ মেনে চলে তাহলে আর মানুষকে হাইওয়ানের রূপ ধারণ করতে হয়না অতিভিলাসি মনোভাব হিংসার জন্ম দেয় আর সেই হিংসা মানুষকে ধ্বংস করে দেয় সবার উপর মানুষ সত্য তার উপরে নেই মানুষের ভালো বাসায় পারে সমাজকে বদলে দিতে মানব প্রেমে শান্তি । জীবন একটাই সেটার সর্ব উত্তম ব্যবহার করা প্রতিটি মানুষের কর্তব্য সামাজিক অবক্ষয় মানুষকে বর্বর জাতির মুখোমুখি দাঁড় করে দয় তখনই মানুষ পথ ভ্রষ্ট হয়ে অন্যের কাছে মাথা নোয়ায় । জন্ম পরিচয় যায়ই হোক না কেনো অনন্ত প্রতিটি মানুষের কর্ম পরিচয় ভালো হোক ভাল কর্মই পারে একজন সঠিক মানুষ আবিষ্কার করতে পৃথিবী জানার আগে নিজেকে জানার প্রয়োজন দরকার আছে আর নিজেকে জানার মাঝে লুকিয়ে আছে প্রকৃত সুখ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.