আম আদমি পার্টিতে (এএপি) যোগ দিয়েছেন মহাত্মা গান্ধির (মোহনদাস করমচাঁদ গান্ধি) নাতি রাজমোহন গান্ধী। গতকাল শুক্রবার ভারতের রাজনীতিতে আলোড়ন সৃষ্টিকারী দলটিতে প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ রাজমোহন যোগ দেন বলে জানা গেছে।
নিজ পিতামহ মহাত্মা গান্ধী যে দলটিকে সর্বভারতীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই কংগ্রেসের প্রতি বিতৃষ্ণা প্রকাশ করে দলটিকে 'বিশেষ ব্যক্তিদের দল' বলে অভিহিত করেছেন রাজমোহন। ধারণা করা হচ্ছে, ভারতীয় জনতা দলের (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর গুজরাট আসনে তিনি মোদীর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামতে পারেন। আবার দিল্লির একটি আসনের বিষয়েও তার কথা বিবেচনা হচ্ছে বলেও শোনা যাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।