আমাদের কথা খুঁজে নিন

   

রাহুল গান্ধীর মনোনয়নপত্র বাতিল

ভারতে ক্ষমতাসীন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। এর সঙ্গে দরকারি কাগজপত্র না দেয়ায় এবং মনোনয়নপত্রে প্রার্থীর নিজের স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট জগৎরাজ ত্রিপাঠি।

তিনি বলেছেন, মনোনয়নপত্র রাহুল গান্ধী নিজেকে পূরণ করতে হবে এবং এতে তার স্বাক্ষর থাকতে হবে। তার পক্ষে যে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে তাতে স্বাক্ষর নেই তার। ওই আবেদনটি তার পক্ষে পূরণ করেছেন রাজেন্দ্র সিং নামে একজন।

এটা আইনবিরোধী।

এছাড়া, এর সঙ্গে যেসব কাগজপত্র দিতে হয় তা-ও নেই। যদি রাহুল গান্ধীকে আবেদন করতে হয় তাহলে দরকারি সব কাগজপত্র সংযুক্ত করে আবেদনে নিজেকে স্বাক্ষর করে জমা দিতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতি জন প্রার্থীকে তার ব্যাংক একাউন্টের কপি দিতে হবে। তারপক্ষে যে আবেদন করা হয়েছে তাতে দেখানো হয়েছে রাহুল গান্ধীর অস্থায়ী আবাস মুনসিগঞ্জ গেস্ট হাউজ।

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।