আমি বাধঁনহারা, মৃত্তিকা বুকে, আপন রূপে...........
বুয়া আসে নাই তাই রাঁধতে হবে নিজে,
রান্না বান্না পারি না এখন করি কি যে?
সাহস করে শেষ পযন্ত চুলোয় ভাত চড়াই,
ভাত সিদ্ধ হতে গিয়ে পুড়ে গেল কড়াই!
মনে বল রাখার জন্যে গাচ্ছি গুণ গুণ,
কেন যেন মনে হল ভাতে দিয়েছি নুন।
গর্বিত হলাম যখন সফল হল ডিম ভাজা,
মনে হল যেন আমি কোন রাজা মহারাজা।
কঠিন কাজ, এবার রাঁধব মশুরের ডাল,
কপালে যা ই থাক দিয়েছি এক পোয়া ঝাল।
ডিমে হয়ে গেছে একটু বেশি রসুন,
ব্লগাররা আপনাদের দাওয়াত রাতে খেতে আসুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।