আমার কিছু নিজস্ব শব্দে পরপর তিনদিন তোমাকে শব্দ করে
ডাকতে গেলেই, কি তুমুল শব্দভাঙ্গা আপত্তি তোমার,,,সে
প্রথম থেকেই; কিন্তু ধানী জমিনের ঘ্রাণে উদাত্ত উন্মন অগ্নি
হাওয়ায়, কারো কারো বুক থেকে খসে গেলে নৈঃশব্দের দখলী
আঁচল, তাঁর দিঘীর শীতল কিংবা উড়ন্ত উড়নায় ভর করে করে,
আমার নিজস্ব শব্দগুলো যখন-
উড়ে গিয়ে বসে কারো ত্রিপলটানা জানলাখোলা ঘরে, তখন তুমি
জানতে পারো কোনো শব্দই আসলে কারো নিজস্ব নয়। আর শব্দরা
কখনো নির্বাক থাকে না, থাকতে পারে না;
তোমার সমস্ত অশ্রদ্ধা তখন আমার নিজস্ব শব্দাবলীর 'পর,
অথচ তুমি জানো
শব্দে শব্দে আমি মোটেই ফেরীঅলা নই, শুধু এক সামান্য শব্দ কারিগর!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।