আমাদের কথা খুঁজে নিন

   

ফাঁসীর আসামীকে কেন মাফ করা হবে???

ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।

সচেতন জনতা দেশে এসব কি হচ্ছে? পত্রিকাতে খবরটি পড়েই মনটা খারাপ হয়ে গেল। ফাঁসীর আসামীকে মাফ করে দিয়েছেন রাষ্ট্রপতি! আবার সেই আসামীদেরকে গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন মন্ত্রী সভার এক জন মন্ত্রী! এ কেমন দেশ। কেমন আইন।

কেমন প্রধানমন্ত্রী আর কেমন তার মন্ত্রী পরিষদ! এ কোন সভ্য দেশে বসবাস করছি আমরা? দেশে কি কোন দিনই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না? কোন বিশেষ রাজনৈতিক দল করলেই খুন- করা আর কোন ব্যাপারই না। কেস হবে। বিচার হবে। ফাঁসীর আদেশ হবে। এই তো।

শেষ পর্যন্ত হাতের গোলাম নিজেদের রাষ্ট্রপতি তো রয়েছেনই। তাই খুন খারাবী করা এখন আর কোন ব্যাপার নয়। আরেক এক অসভ্য যুগে প্রবেশ করল বাংলাদেশ। এই যুগ থেকে বের হয়ে আসা সহজ হবে না। এই ধারা চলতেই থাকবে।

অর্থাৎ পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও এটা অনুসরণ করলে তাদেরকে খুব বেশী দোষ দেয়া যাবে না। কিন্তু কপাল খারাপ এদেশের মানুষেরই। বিচার নিয়ে কেন এই প্রহসন? এই খুনীরা এখন বুক ফুঁলিয়ে হেঁটে বেড়াবে। নিহত ব্যক্তির আত্নীয় স্বজনদের সাথে ঠাট্টা মস্করা করবে। হুমকি ধামকি দেবে।

বলবে, কোন ‍‍‍‍ ..... টা ফেলতে পারলি? ঠিকই তো বের হয়ে এলাম। ভেবে দেখুন কেমন লাগছে এখন নিহত ব্যক্তির আত্নীয় স্বজনদের? যে কষ্ট নিহতের আত্নীয়রা বয়ে বেড়াচ্ছে সেই কষ্টের আগুণে কেন ঘি ঢেলে দেয়া হলো?? তর্কের খাতিরে আসুন আমরা ধরে নিই, আইভি রহমানের হত্যাকারীদের ফাঁসি হল। রাষ্ট্রপতি কি তাদেরকে মাফ করে দিতে পারবেন? প্রধানমন্ত্রী কি তাদেরকে মাফ করে দিতে পারবেন? তবে এই ক্ষেত্রে তাহলে কেন করা হল? তারা সরকারী দল করে বলে? তাহলে কি ধরে নেব যে সরকারী দল করলেই খুন করার বৈধ লাইসেন্স পাওয়া যায়? কত টাকা দিয়েছে খুনীরা? কত টাকায় মিমাংসা করলেন? এ কোন অসভ্য দেশে বসবাস করছি আমরা? তাহলে আর মানুষের নিরাপত্তা রইল কোথায়?? এই যদি হয় আইনের শাসনের নমুনা তাহলে কেন ২৮ জানুয়ারি কেন বঙ্গবন্ধুর ৫ হত্যাকারীর ফাঁসি কার্যকর করা হলো? কেন তাদেরকে মাফ করে দেয়া হল না? বাকি যে ৬ জন আছে কেন তাদেরকে মাফ করে দেয়া হচ্ছে না?কেন তাদেরকে বিদেশে পালিয়ে থাকতে হবে? তাদের কি দোষ? এরা মাফ পেলে তারা কেন মাফ পাবে না? এক জন মন্ত্রী কি করে খুনীদের গলায় ফুলের মালা দেয়? অখ্যাত এই মন্ত্রীর নামও আগে কেউ শুনেনি। এখন তার কর্মীদেরকে সে ফাঁসীর মঞ্চ থেকে ফিরিয়ে নিয়ে এলো সে তো বিরাট নেতা এখন খুনীদের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেকে বিতর্কিত করলেন।

এর জবাব পরে পাবেন। মহামান্য রাষ্ট্রপতি, আপনি রাষ্ট্রপতির পদে অপব্যবহার করলেন। মানুষ এর জবাব দেবে। আপনারার জেনে শুনে অন্যায় করতে পারেন। এদেশের সাধারণ মানুষ জেনেশুনে ভুল করবে না।

তখন আর মাথার চুল ছিড়েও কুল পাবেন না। এর আগে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর ছেলেকেও সাজা না দিয়ে মাফ করে দেয়া হয়েছে। এটা যে অন্যায় তা কি কেউ বুঝতে পারে না?? ১/১১ এর পর ভেবে ছিলাম দেশের এবার ভাল একটা পরিবর্তন আসবে। এমন জঘন্য পরিবর্তন আসবে তা কি আমরা কেউ ভাবতে পেরেছিলাম???? আমি অন্তরের গভীরতম প্রদেশ থেকে এই জঘন্য ঘটনার জন্য ঘৃণা আর নিন্দা প্রকাশ করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.