ভারত মহাসাগরের ইন্দোনেশিয়া উপকূলে ১০৫ জন যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। ধারণা করা হচ্ছে, এরা সবাই অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপ অভিমুখি শরণার্থী ছিল। তবে যাত্রীদের উদ্ধারকাজ শুরু করেছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।
জানা যায়, আজ সোমবার সকালে অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ক্রিসমাস দ্বীপ থেকে ২২০ কিলোমিটার উত্তরে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ১০৫ জন যাত্রী ছিল বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ। তবে এই শরণার্থীরা কোন দেশের নাগরিক ছিলেন এ ব্যাপারে কিছু জানা যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।