মাওলানাদের বয়ান আর ইবাদতের মধ্যেই শনিবার আছরের পর ইজতেমা ময়দানে শতাধিক যৌতুক বিহীন বিয়ে হয়।
ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে এ গণবিয়ে। আছরের নামাজের পর ‘বয়ান মঞ্চের’ পাশেই বসে বিয়ের আসর।
বিয়ের আনুষ্ঠানিকতার দায়িত্বে থাকা এক জিম্মাদার জানান, ১০৮ দম্পতির বিয়ে পড়িয়েছেন তারা।
কনের সম্মতিতে ও তার অনুপস্থিতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে এসব বিয়ে হয়।
এর আগে শুক্রবার থেকে অভিভাবকরা বর-কনের নাম তালিকাভুক্ত করেন।
বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ উপলক্ষে মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর বিতরণ করা হয়।
শনিবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা মো. ওয়াহব, জোহরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জামশেদ, আসরের পর ভারতের জোবায়রুল হাসান ও মাগরিবের পর ভারতের আহম্মেদ লাট বয়ান করেন।
রোববার আখেরি মোনাজাতের আগে দিক নির্দেশনামূলক বক্তব্য (হেদায়তি বয়ান) রাখবেন তাবলিগ জামায়াতের শীর্ষস্থানীয় মুরুব্বিরা।
ভারত থেকে আগত বিশ্ব তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা জোবায়েরুল হাসান
আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।