গভীর কিছু শেখার আছে ....
বাংলাভিশনে প্রতি রবিবার রাত ৯-০৫ মিনিটে প্রচারিত হচ্ছে সেলিব্রেটি টক শো "আমার আমি"। অনুষ্ঠান ও ঈদ ব্যস্ততা সম্পর্কে সম্প্রতি কথা হলো নওশীনের সঙ্গে। সেগুলো শেয়ার করলাম এখানে-
'আমার আমি' অনুষ্ঠানের উপস্থাপনা সম্পর্কে বলুন।
'আমার আমি' টক শোটি বাংলাভিশনের অন্যতম একটি জনপ্রিয় অনুষ্ঠান। প্রথমে এর উপস্থাপনা করতেন অভিনেত্রী অপি করিম।
পরে তিনি চলে গেলে কিছুদিন এর উপস্থাপনা লাক্স-চ্যানেল আই সুপারস্টার মুনমুন করত। এরপর আমি অনেক পর্বই উপস্থাপনা করছি।
অনুষ্ঠানের রেসপন্স কেমন পাচ্ছেন?
অনুষ্ঠানের রেসপন্স অবশ্যই খুব ভাল পাচ্ছি। বিশেষ করে অনুষ্ঠানটি সেলিব্রেটি টক শো হওয়ায় সব শ্রেণীর দর্শকরাই তা দেখে থাকেন। অনুষ্ঠানে আমন্ত্রিতরা নিজেদের শিল্পী জীবনের বিভিন্ন মজার অভিজ্ঞতা, প্রাপ্তি-অপ্রাপ্তি, ভক্তদের ভালবাসার গল্পসহ ভবিষ্যতের নানান পরিকল্পনার কথা জানিয়ে থাকেন।
'আমার আমি' ছাড়াও আরটিভিতে 'জেগে আছো কি' প্রোগ্রামটি করছেন। সে সম্পর্কে বলুন।
'জেগে আছো কি' অনুষ্ঠানের শুরু থেকেই আমি আছি। অনুষ্ঠানটি প্রায় ১০০ পর্ব ছুঁইছুঁই করছে। রেডিওতে আরজে হিসেবে কাজ করার সময় থেকেই মূলত আরটিভিতে এই অনুষ্ঠানটি করা শুরু করি।
এই অনুষ্ঠানের টার্গেট গ্রুপ মূলত টিনএজাররা।
ঈদের কাজ কি করলেন?
ঈদের জন্য ২টি নাটক ও ১টি টেলিফিল্মে কাজ করেছি। এগুলো হলো একুশে টিভিতে ঈদের দিন প্রচারিতব্য বৃন্দাবন দাশের রচনা ও দীপু হাজরার পরিচালনায় নাটক 'শাপলা স্টুডিও', চ্যানেল আইয়ে ঈদের ৪র্থ দিন প্রচারিতব্য জোবেরা রহমান লীনুর রচনা ও নজরুল ইসলামের পরিচালনায় টেলিফিল্ম 'নির্জনে নিভৃতে' এবং চ্যানেল আইয়ে ঈদের ৬ষ্ঠ দিন প্রচারিতব্য গীতালি হাসানের রচনা ও পরিচালনায় নাটক 'ঘটক'। এছাড়া বাংলাভিশনে বিশেষ ঈদ স্পেশাল 'আমার আমি' ও আরটিভিতে 'লাইভ কনসার্ট'- এর উপস্থাপনা করছি।
নতুন কোন প্রোগ্রাম শুরু করছেন কি?
হ্যাঁ, নতুন একটি লাইভ প্রোগ্রামের উপস্থাপনার ব্যাপারে কথা চলছে।
ফাইনাল হলেই সবাইকে জানাব।
ফিল্মে অভিনয় সম্পর্কে বলুন।
'সোয়া চান পাখি' ছবির ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। আর ঈদের পর নতুন ছবির কাজ শুরু করব। ছবির নাম 'হ্যালো অমিত'।
স্ক্রিপ্ট ও ডিরেকশন দিচ্ছেন শঙ্খ দাস গুপ্ত। 'হ্যালো অমিত' ছবিতে আমার সঙ্গে অভিনয় করছেন হিল্লোল।
দৈনিক জনকন্ঠে প্রকাশিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।