Good For Nothing
আমি গিয়েছিলাম তোমাদের আলোকিত উঠোনে
যেন বসেছিল মেলা উদ্বাস্তু নক্ষত্রের
এখানে সেখানে জ্বলছিল শিশু নক্ষত্রেরা
এক একটা নিঃসঙ্গ খদ্যোতের মত
সাঁই সাঁই করে যাচ্ছিল ধুমকেতু
বিরামহীন নিষ্ঠাবান রানার যেন এক
রেখে যাচ্ছিল টুকরো আগুনের চিঠি
ঝাঁক বাধা উড়ন্ত জোনাকির মত।
আমার বেদনার ক্লান্ত অধ্যায়গুলো
একে একে শেষ হতে লাগল
সহস্র বছরের অনাহারীর মত আমি
সমস্ত সুখদৃশ্যগুলোকে ভরে রাখছিলাম
কাঁধে ঝুলতে থাকা স্বপ্নের থলিতে
ছড়াচ্ছিল কিরণ উঠোনে মধ্যমণি চাঁদ বাকা
তাই দেখে আবেগে কেঁপেছি থরথর
আমি আর আমার ব্যক্তিগত ধুম্রশলাকা।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।