আমাদের কথা খুঁজে নিন

   

বালক ও বালিকা-১

বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!

আই এস এস বি ছিল গত ২২ তারিখে।২৫ তারিখে গ্রীন কার্ড নিয়ে বের হলাম আল্লাহর রহমতে।সেই সৌজন্যে একখানা কবিতা।সবাই দোয়া করবেন। …………………………………………. -”তুই আমার বউ হবি ,খুকী?” বলতেই ঠাস করে চড় মারলো ও পাড়ার বুঁচি -”নিয়ে যা খেলনা যা তোর।” -”দেবো না পুতুলের বিয়ে কুল ফুলে বানাবো না নথ আমলকী একা একা খাবো” -সরে যা,ছেড়ে দে ও পথ।” পরদিন বিকেলেতে ফের দু’জনেই জড়ো হলো আর শুরু হলো মিছামিছি করে রান্না ও ঘর-সংসার। পুতুল আর হাড়ি হাড়ি খেলা লতাপাতা বালি রাখা তাতে অদৃশ্য আগুনের আঁচে রান্না হলো-তার সাথে- সুদক্ষ গিন্নী সে যেন সযত্নে তুলে দেয় পাতে বালককে;মিছামিছি খাবে বালি আর পাতা সেই ভাতে এবারও বালক নাছোড় কিছুতেই খাবে না খাবার -”ওটা কোন খাদ্য নাকি?’ বলতেই চড় খায় আবার!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।