আমাদের কথা খুঁজে নিন

   

বালক বালকিা ১

ছায়াহীন দৃশ্যময় বিচড়ন

মনে এক কল্পনার ছবি, রঙহীন প্রতিবিম্ব কে দেখেছে এ সৃজন, দেখেছ কি?? সে আবার মুখ তুলে চায় নয়নের শেষ সীমানায় জলস্নান সমাপ্ত ললনা কলেবর। সদা কাপে মন, ভাবনা তাড়ায় শতবার আকুন্ঠা,মানে না, সদাই ভাবনা নিশিদিন। চোখ পানে ভাসে হাসিমুখ। মুখোমুখি ক্ষনেই চলে বসা, হয়নি বলা, হয় না, কবিতারা পাচ্ছে না আর সুর, কবিতারাই হয়ে ওঠে সুর বালকের কাপা ঠোট, চোখ বালিকাও মৃদু হেসে যায় প্রতিশ্রুতিহীন, অকারন। চাতকের মত চোখ মেলে ফেলা স্পষ্ট হয়ে যায় যত সে প্রলাপ ভাবনা, তাড়না উৎকন্ঠা সারাবেলা আরো একবার মুখোমুখি বসিবার খেলা। জল আর স্থলের সাদৃশ্যে জড়ানো অভিমান নাই তবু, এই প্রাপ্তি, চাওয়া অফুরান। জল গলে তরলের ন্যায়, অনন্ত অসীম আকাঙ্খার আরো এক ধাপের হাতছানি চাওয়া, আশা নীলাম্বু চুম্বী, নীলীম অপার হৃদয় সে কী না চায়, কী বা বলে। বুঝে নি বালক বালিকাও চিলতে, হাসি তবু ........ আর কী পাবার আছে ধরার কাছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।