আমাদের কথা খুঁজে নিন

   

বালক আসবেনা আর



জানি আকাশ বলে কিছু নেই শুধুই শূণ্যতা তবু আকাশের দিকে তাকিয়ে মেঘহীন আকাশের দিকে তাকিয়ে বালিকা কাকে দেখে বালিকা কাকে ডাকে!! বালিকার চোখে অপাপবিদ্ধ বিস্ময় অথবা বিস্ময় স্থির হয়ে দাড়ায় বালিকার চোখে আর সময়ের ট্রেন শব্দহীনতায় বাঁক পেরোয় বিস্ময় বসে থাকে বালিকার চোখে অপলক.. একদিন এক বালক আকাশের কাছে সমর্পিত বালক চেয়েছিলো কোন এক বালিকার স্নেহ প্রেমের মূর্খতা আর কথকতা সেই কবেকার কথা... স্কয়ার ফিটে বন্দী জীবন জানালায় জেলখানা গ্রীল গ্রীলের ফোঁকড় গলে দোতলা বাড়ীর ছাদে এক বালিকা আর বিস্ময় আর আকাশ সব একাকার... সময় জানে নাই বালক আসবেনা আর...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।