আজ কাল মাঝে মধ্যে বিষন্নতা এসে ভর করে।
আমার কিসস্যু ভাল্লাগে না।
এর কোনো সু-নির্দিষ্ট কারণ খুঁজে পাইনা।
মনে হয়, সব ভেঙ্গে চুরে একাকার করে চলে যাই কোথাও।
দুরে...বহুদুরে।
পরিবার, সমাজ, বন্ধু-বান্ধব, রাষ্ট্র সব্বাইকে অসহ্য ঠেকে।
একটার পর একটা সিগারেট পোড়াই।
রাগ কমে না, বরং বাড়ে।
একবার মনে হয়, এমডি পাল্টাই।
পরক্ষণে ভাবি,নতুন এমডিও যদি অসহ্য লাগে ?
ভাত, পোলাও, গ্রিল চিকেন, খিচুড়ি বা বার্গার
কোনোটাতেই অগ্রহ মেলে না।
আসলে...
বালক ডুবিয়াছে
বালক মরিয়াছে
বালক নিজেও জানে না
তাহার কী হইয়াছে...???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।