আমাদের কথা খুঁজে নিন

   

ভাবতে ভালোই লাগে, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকরা এখন চোরের দালালী করে ।


তারেক রহমান জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র হওয়ায় তাঁকে ভালোবাসি। তাঁকে ভালোবাসি, কারণ, তিনি একজন সুযোগ্য নেতার কাছ থেকে শিক্ষা পেয়েছেন। ’ এই তৈল যুক্ত আতলামী পূর্ন চাটুকারি ভাষন কোন পাতি নেতার নয় সয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ এর !! অবাক হচ্ছেন? ভাবতে কষ্ট লাগে কতোটা চাটুকার হলে দূর্নীতিবাজদের শিরোমনি এই সম্পর্কে এরকম ত্যলত্যালা লাদি দেয়া যায় । এই লাদিকারক নাকি আবার একসময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলো শুধু তাই নয় কলা অনুষদের ডিন সদরুল আমিন বলেন, ‘আমরা চাই, তারেক জিয়া আমাদের মাঝে ফিরে আসুন। তাঁর বিরুদ্ধে যে সব মামলা রয়েছে, তা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সরকার তুলে নেবে বলে আমরা আশা করি।

’ সেলুকাস কান্ড!! তদন্ত করে নির্দোষ কিনা সেটা যাচাই করার দাবী না করে বিনা বিচারেএকেবারে খালাস দেয়ার অন্যায় দাবী করছে । এই না হলে শিক্ষক সমাজ । কৌতুক এখানেই শেষ নয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘তারেক রহমান তারুণ্যের অহংকার। তাঁর দেহে দেশপ্রেম ও স্বাধীনচেতার রক্ত বইছে। জনগণ তাঁকে দেশের নেতৃত্বে দেখতে চায়।

’ অবশ্যই তারেক মিয়া অহংকার তবে চোর সমাজের জন্য । পুকুর চুরি থেকে আকাশ চুরির যে দৃষ্টান্ত সে স্হাপন করেছে তা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের রেকর্ড হয়ে থাকবে । অধ্যাপক আকতার হোসেন বলেন, ‘তারেক রহমানকে তাঁর পিতার গুণে গুণান্বিত হতে হবে। তা থেকে বিচ্যুতি ঘটলে মনে রাখতে হবে, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ’ তার পিতা মানে সেই একনায়ক সামরিক শাষক জিয়ার গুনে!! ?আল্লাজান বাঁচান ।

আর দিয়েন না আম্মা মিডালাগে!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.