[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
প্রচন্ড ঝড় ছিল না তখন, তব্ওু আমার কাছে সেই বাতাসের স্বাভাবিকতা বর্জন প্রয়াসী রূপটা প্রচন্ডই মনে হয়েছিল সেই সময় , উভমুখী ছিল ঝড়টা আমার জন্যে...মনের ভেতরে এক আর বাইরে তো আছেই এই...
কি যেন এক বাক্য বাজছিল তখন মনের ভেতর, বাজছিল বুঝছিলাম, কি বুঝছিলাম না ঠিক , চেনা লাগছিল কণ্ঠ টা , চিনতে পারছিলাম না তবুও। ঐ যে ঝড়ের একটা গুরু গম্ভীর আওয়াজ ঢেকে দিচ্ছিল বোঝা র স্পষ্টতা।
খোলা ছাদে দাঁড়িয়েছিলাম , অবশ্য একটু ছাউনি তলে, কিন্তু বুঝলাম মুখে ঝিরঝির জলধারা আদর করছিল অনবরত , বুঝলাম যখন ঝড়কে স্বাগত জানাল ঐ ঐ উপরে মেঘের মাঝে জ্বলে ওঠা আলো আর উল্লাস।
হঠাৎই তখন শীতল অনুভূতির উষ্ণ শিহরণ, শিড়দাড়া বেয়ে কোথায় প্রবেশ করে হারিয়ে যায় অথবা চির সঞ্চয় হয়ে রয় আর তাই তখনই মনে পড়ে আমি তো ধরে রাখিনা, ধরে রাখলেই তো হারানোর ভয়, আমি ঝড়ের শব্দে স্পষ্ট বুঝিনা মনে অনুরিত শব্দমালা, না বুঝলেই তো বোঝার আশা, শান্তির অপেক্ষা, তাইতো ভালবাসি ভাবতে পারি, আমার ভালবাসা হারায় না , আমি যে কাউকে ধরে রাখিনা।
মুখের উপর বৃষ্টির পরশ মুছবনা , ওটা তো এমনেতেই মুছে যাবে, রয়ে যাবে ভেতরের সেই উষ্ণ শীতল অনুভূতি কেবল।
১৬/৬/০৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।