আমাদের কথা খুঁজে নিন

   

...জল্পনা ছুটে পশ্চিম থেকে পুব, গ্রাম থেকে গ্রামে ডাক্তার যাবে কবে?

আমার চোখে বর্তমান...

কয়েকদিন আগে প্রথম আলোর একটি খবর দেখলাম। চিকিৎসা সুবিধা না পাওয়ায় ও প্রসব বেদনা সহ্য করতে না পেরে এক গরীব মহিলা আত্নহত্যা করেছে। খবরটি দেখুন এই ঠিকানায় Click This Link এই ধরনের খবর গুলো আমি কোনভাবেই মানতে পারিনা। আমি বেশ কয়েক বছর অস্ট্র্রেলিয়ায় ছিলাম। তেমন কোন মেডিকেশন আমার দরকার হয়নি।

তবু সেখানকার সুয়োগ সুবিধা সম্পর্কে একটা ভালো ধারনা আছে। আজ যদি এই মহিলা কোনক্রমে অস্ট্রেলিয়ান হতো তাহলে সে পৃথিবী সেরা সুযোগ সুবিধার মধ্যে থেকে নিরাপদে প্রসব করতে পারতো। গরীব দেশে জন্মানো তার আজন্ম পাপ। ছাত্র অবস্থায় একবার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসোসিযেশনের সেক্রেটারি ছিলাম। একবার ইন্টারন্যাশনাল ডে এর স্লোগান হিসেবে আমি প্রস্তাব করি One World, One Country. সারা পৃথিবী যদি একটা দেশ হতো তাহলে মনে হয় জন্ম জনিত এই ব্যবধান গুলো থাকত না।

সীমানা বা জাতিগত যুদ্ধ- বিবাধ, পৃথিবীর সীমিত সম্পদের সবচেয়ে বড় অপচয়। আমার মনে হয়, এই বিশাল ব্যাপারটি অসম্ভব নয়। প্রয়োজন শুধু মানুষে মানুষে আস্থা ও মানবতাবোধ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.