আমি কেমনে তারে দেখি, তারই কাছে যাইতাম উইড়া- হইতাম যদি পাখি। । তার লাগিয়া পরান কাঁন্দে- জলে ভেজে আখি, কাছে পাইলে রাখতাম বুকে- করতাম মাখামাখি। । তার কারনে সব হারাইলাম- আর নাই কিছু বাকি, শায়খ বেধা পাখির মত- একা পড়ে থাকি।
। কেন এত পাষান সেযে- দেয় যে শুধুই
মোছা. জল্পনা খাতুন ওরফে টুকটুকির (১২) বাড়ি যশোরের সদর উপজেলার লেবুতলা গ্রামে। তার একটি বাল্ব সম্পূর্ণ এবং একটি আংশিক নষ্ট হয়ে গেছে। যত দ্রুত সম্ভব তার দুটি বাল্বই সংযোজন করার পরামর্শ দিয়েছেন বারডেম হাসপাতালের চিকিৎসকেরা। এতে অন্তত চার লাখ টাকা লাগবে।
টুকটুকির বাবা চার বছর আগে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সংসারের হাল ধরেন টুকটুকির মা আনজুরা খাতুন। মেয়ের চিকিৎসা করতে গিয়ে ইতিমধ্যে সহায়সম্বলহীন ও ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। অন্যের বাড়ি কাজ করে যা জুটে, তা দিয়ে কষ্টেসৃষ্টে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে খেয়ে না খেয়ে তাঁর সংসার চলে। তাঁর প্রিয় টুকটুকির জীবন বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় এই মা।
সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আমির আলী, হিসাব নম্বর: ৩৪১৪৬৬২৩, সোনালী ব্যাংক লিমিটেড, যশোর করপোরেট শাখা, যশোর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।