রঙিন স্বপ্ন যখন মলিন হয়ে যায় কোন এক নিরাশার নির্মম আক্রমনে , তবুও সহাস্য বদনে যুবক আবার এগিয়ে যায় ভালবাসাময় প্রেমপূর্ণ পৃথিবীর কাছে । আবার স্বপ্নবুনে যত্নকরে, প্রতিক্ষায় প্রহর গোনে - বৈশাখের রুদ্র খরতাপ তাণ্ডব চালায় যুবকের স্বপ্ন বনে । পুড়িয়ে দেয় তার সবুজ স্বপ্নের বাগান । তবুও দমে না যুবক ! সে যে বাচাঁর মন্ত্রে দীক্ষিত- বার বার পরাজিত হয় যুবক - পরাজিত হয় বাবার করুণ দৃষ্ঠির কাছে - মায়ের স্নেহের কাছে , বোনের সকরুন আবদারের কাছে । পরাজিত হয় যুবক বনধুর কটাক্ষের কাছে , চাকরি চ্যূত হয়ে চাকরি দাতার কাছে ! পরাজিত যুবক - সামাজিক নরপিশাচদের কাছে রাষ্ট্রীয় দালালদের কাছে ! পরাজয়ের আগুনে বিদগ্ধ, আজ সে ক্লান্ত ! দূঢ় প্রত্যয়ী যুবক আজ আত্মবিশ্বাসহীন নিথর নির্বাক এক দু'পা ওয়ালা প্রাণী যার কোন অনুভূতি নেই! কেবলই আছে যার এক বুক আর্তনাদ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।