আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাইব্যুনালের রায়ে ‘সন্তুষ্ট’ র‌্যাপ

বুধবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের এই দূতের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, “প্রতিটি রায়ই তারা দেখেছেন। কোনো রায় সম্পর্কে তাদের কোনো ধরনের আপত্তি বা কমেন্ট নেই। ” তিনি বলেন, বিভিন্ন আদালতের এ ধরনের রায়ের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা রায় দিয়েছেন। “এটা দেখে তারা বলেছেন, বিচার সুষ্ঠু হচ্ছে।

কোনো অবস্থাতেই এটাকে বিতর্কিত করার মতো অবস্থা নেই। ” বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ করার জন্য আইন পরিবর্তন করা হয়েছে বলে র‌্যাপক জানান আইনমন্ত্রী। বিচার প্রক্রিয়ার বিভিন্ন দিক যুক্তরাষ্ট্রের এই দূতের কাছে তুলে ধরেন তিনি। “এগুলো দেখে র‌্যাপ বলেছেন, এই বিচারে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই,” বলেন আইনমন্ত্রী। আইনমন্ত্রীর সঙ্গে র‌্যাপের বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূন ড্যান মজিনাও উপস্থিত ছিলেন।

এর আগে তিনবার বাংলাদেশে আসেন র‌্যাপ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.