আমাদের কথা খুঁজে নিন

   

দগ্ধ

mrchy_84@yahoo.com

হাস্যজ্জ্বল ছুটে চলা এক প্রাণবন্ত কিশোরী সবে যার জীবনের রোমান্ঞ্চিত অধ্যায়ের সূচনা যা দেখে, তাই যেন লাগে ভাল হবে না কেন? বয়সটাইতো এমন কলেজের অঙিনায় পদার্পণ করে সে স্বপ্নরা বাহারী সাজে তার মনের গহীনে খাচ্ছে হাবুডুবু তার অজান্তেই এতো ভাললাগা ভর করেছে তার মনে পন্কিলতা মুক্ত সেই ভাললাগায় নিহিত রয়েছে সৌন্দর্যমন্ডিতা তার মনে কেবলি একটি আশা পাড়ি দিতে হবে সুবর্ণ সিঁড়ি, ছঁতে হবে প্রত্যাশার সোনালী চাবি স্বপ্নরা সত্যি হয়ে ধরা দিবে কিনা তা তার জানা নেই তবুও বুনে চলেছে নিত্য নতুন স্বপ্ন, মনের মাঝে স্বপ্নীল সেই পথটা যে এত দূর্সাধ্যকর তা কি সে জানতো যদি জানতো, তবে হয়ত আর স্বপ্নই দেখা হতো না চারদেয়ালের প্রাচীর ডিঙ্গাতেই লেগেছে অনেকটা সময় তাও যেই হল পার, অমনিতেই হায়না শকুনের নিলজ্জ তান্ডব একটা সময় তারই ভাল লাগল তাকে ঘিরে মানুয়ের আকর্ষিত হওয়া, কিছুটা প্রফুল্লতা কিন্তু সেই চাওয়াতে ছিলনা কোন কালিমার প্রলেপ সেটা ছিল নেহায়েতিই তারুণ্যের উচ্ছল্লতা আজ কোন ভাল লাগাতেই তার আর ভাল লাগে না সবকিছুতেই যেন সে খুঁজে পায়, কিছু উন্মোক্ত বাসনার ছাপ ধীরে ধীরে তার রঙিন স্বপ্নগুলো ম্লান হতে থাকে তবুও সে হাল ছাড়তে নারাজ, শেষটা দেখার প্রবল ইচ্ছা তার বখটের উৎপাতে যে পথটা হয়েছে সন্কিত সেই পথেটা ধরেই পরিবর্তনের প্রত্যাশায় প্রাণবন্ত চেষ্টা কিন্তু ময়লা কি আর যায়, যতই ধোয়া হোক না কয়লা তা সর্বার্গ্রেই যেন অন্ধকারাচ্ছন্ন এক কালিমার প্রতিচ্ছবি কালক্রমে মেঘাচ্ছন্ন হয়ে পড়তে শুরু করল আকাশ মানবের আঁড়ালে লুকানো পাষবিকতা প্রস্ফুটিত হয়ে উঠল তাদের কাঙ্খিত বাসনার প্রতিফলনে হয়ে পড়ল বেতিব্যস্ত রমনীর চাহিদা এখানে যেন হয়ে পড়ল ক্ষীণ রমনীর নেতিবাচক সম্মতি, রক্তিম আভাধারিত আকাশ পাষন্ডতার চরম প্রকাশে কোমল শরীরে ছড়িয়ে দিল এসিড বর্বরতার এহেন মাত্রায় নিষ্পেসিত হলো এক রাঙানো হৃদয় আর সোনালী স্বপ্নের ঘটালো অকাল মৃত্যু বিভত্ষ সেই চেহারাই আগের সেই প্রাণচান্ঞ্চল্যতা আর নেই সবকিছুই যেন স্থির এক মানবী মূতির প্রতিফলন বখাটের বাসনার অজাচিত কর্মে তার কি লাভ হলো জানি না তবে এক রমনীর দগ্ধতার মধ্যে দিয়ে স্বপ্ন ভঙ্গতো হলো।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।