আমাদের কথা খুঁজে নিন

   

দগ্ধ

তোমার জন্য হৃদয় দুয়ার উন্মুক্ত, তোমারি একজনের!
আজ আমি দগ্ধ হা, ভালোবাসার আগুনে পুড়ে দগ্ধ আমি! মনের ভেতর যে আগুন দাউ দাউ করে জ্বলে সে আগুন আমাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। ভালোবাসার তীব্র দহন হবে ভাবিনি ভাবিনি তুমি এভাবে দূরে সরে যাবে সত্যি বিশ্বাস করতে বড় কষ্ট হয়। আজ আমি ভস্ম ছাই শুধু তোমার জন্য, আমার ব্যাকুলতা সেও-তো তোমারি জন্য আমার সব শান্তি তোমাকে ঘিরে ছিল। আমার কষ্ট তোমাকে কি খুব সুখ দেয়? যদি তা-ই হয় তবে আরও দগ্ধ হতে চাই অন্তত জানব তুমি ভালো আছ সুখে আছ। শুনছ! আজ আমি সত্যি দগ্ধ, ভস্ম ছাই খুশি হয়েছ??
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।