আমাদের কথা খুঁজে নিন

   

সরকারের একগুয়েমিতে দেশ অনিশ্চয়তায়: ফখরুল

তিনি বলেছেন, “সরকারের একগুয়েমি ও ক্ষমতা ধরে রাখার বাসনায় আজ দেশ এক অনিশ্চিত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। ”
নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানের পুনর্বহালে বিরোধী দলের দাবি প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মুখপাত্র মঙ্গলবার একথা বলেন।
শেখ হাসিনা রোববার বলেন, “জনগণের ভোট নিয়ে সংবিধান সংশোধন করেছি। যা হবে সংবিধান মোতাবেক হবে। এক চুলও নড়া হবে না।


ফখরুল বলেন, “ক্ষমতা থেকে যোজন যোজন দূরে সরে যাবেন বলে এরকম কথা তিনি বলেছেন। ”
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় খালেদা জিয়া ‘আস্ফালন’ না করে নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালে সংবিধান সংশোধনের জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন।
ফখরুল বলেন, “আমাদের নেত্রী বলে দিয়েছেন, সংসদের মেয়াদ শেষ হওয়ার পর যথাসময়ে নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। নইলে দুর্বার আন্দোলনেই এই সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্ন জনগণ ধুলিস্যাৎ করে দেবে। ”
সংবিধান সমুন্নত রাখার বিষয়ে সরকারি দলের অবস্থানের বিষয়ে তিনি বলেন, “পঞ্চদশ সংশোধনী সরকার নিজের স্বার্থে করেছে।

  অতীতের মতো একদলীয় শাসনে দেশকে আনতে তাদের এই প্রচেষ্টা। ”
দেশের বর্তমান অবস্থাকে এইচ এম এরশাদের সামরিক শাসনামলের সঙ্গে তুলনা করেন বিএনপি নেতা।
বিএনপির মহাসচিব আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফখরুল।
সালাম তালুকদার ১৯৯৯ সালে মারা হয়। তার স্মরণে এই আলোচনা সভায় প্রয়াতের স্ত্রী মাহমুদা সালাম, মেয়ে আলিমা বেগম আরলী ও জামাতা এম হাসানসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।


পূর্বসূরির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, “সামরিক সরকারের আমলে যখন বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলে, তখন সালাম তালুকদারের মতো দূরদর্শী নেতা মহাসচিবের দায়িত্ব নিয়ে খালেদা জিয়ার পাশে থেকে দলকে সামনের দিকে এগিয়ে নেন। ”
অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য রাখেন আবদুস সালাম, নাজিম উদ্দিন আলম, সানাউল্লাহ মিয়া, সিরাজুল হক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, নিলুফার চৌধুরী মনি, সৈয়দ এমরাহ সালেহ প্রিন্স, কায়সার কামাল, সুলতান সালাহউদ্দিন টুকু, খোরশেদ মিয়া আলম, হাবিবুর রশীদ হাবিব, সুজাত আলী, শহিদুল ইসলাম বাবুল, রশীদুজ্জামান মিল্লাত, শামসুজ্জামান মেহেদি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.