দেশকে ভালবাশি
দীপন নন্দী, ১ সেপ্টম্বর শীর্ষ নিউজ ডটকম): নানা আয়োজনের মধ্যে আজ বুধবার সারা দেশে উদযাপিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। এদিনে দ্বাপর যুগের এক পূণ্য তিথিতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি বাসুদেব ও দেবকির ঘরে জন্ম নেন সনাতন ধর্মের (হিন্দু ধর্ম) পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নিষ্ঠাবান সনাতন
ধর্মলম্বীরা যুগ যুগ ধরে নানা ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে আসছেন। সনাতন ধর্মানুসারে, পৃথিবী থেকে দুষ্টদের দমন ও সাধু মানুষদের রক্ষা করার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এ দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হন। দ্বাপর যুগের বিশৃঙ্খল ও অবক্ষয়িত মূল্যবোধের সময়ে পৃথিবীতে মানবপ্রেমের অমিত বাণী প্রচার ও প্রতিষ্ঠিত করার জন্য ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণরূপে এ পৃথিবীতে এসেছিলেন।
পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনই সে বাণীর মূল বিষয়। তাই, প্রেমাবতার হিসেবেই তিনি তার ভক্ত ও বিশ্বাসীদের কাছে পরিচিত। সনাতন ধর্মলম্বীদের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদগীতার রচয়িতা শ্রীকৃষ্ণ একই সঙ্গে অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সজ্জনের অধিকার প্রতিষ্ঠা ও দুষ্টের দমন এবং শিষ্টের পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সে কারণে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তিনি ভগবানের আসনে অধিষ্ঠিত।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণীতে হিন্দু সমপ্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্বামী সেবা সংঘ, জাতীয় মহাশ্মশান কমিটি, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন হিন্দু ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়েছে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার বাণীতে বলেন, শ্রীকৃষ্ণ হিংসা-বিদ্বেষের পরিবর্তে প্রেম ও ভালোবাসা দিয়ে মানবতাকে জয় করেছেন। মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সমপ্রতির বন্ধন গড়ে তোলাই ছিল তার
পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, আজ বুধবার ঢাকেশ্বরী মন্দিরের মেলা প্রাঙ্গণে গীতাযজ্ঞের মধ্য দিয়ে দিনব্যাপী জন্মাষ্টমীর অনুষ্ঠানমালা শুরু হচ্ছে। জন্মাষ্টমীর প্রধান আকর্ষণ শোভাযাত্রা বুধবার বিকেল ৩টায় ঢাকাশ্বেরী মন্দির থেকে শুরু হবে। বর্ণিল আয়োজনের শোভাযাত্রাটি মন্দির থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশের রাস্তা দিয়ে দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেসক্লাবকে পাশে রেখে শহীদ নূর হোসেন স্কোয়ারে যাবে।
সেখান থেকে আবার তাঁতীবাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে সেটি শেষ হবে। রাতে মন্দির প্রাঙ্গণে কৃষ্ণপূজা অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে রামকৃষ্ণ মিশন ও মঠেও রয়েছে বিশেষ অনুষ্ঠান। পুরোন ঢাকার ফরিদাবাদে অবস্থিত রামকৃষ্ণ গোস্বামী গিরিধারী আখড়া ও মন্দিরে ৩ দিনব্যাপী জন্মাষ্টমীর অনুষ্ঠান চলবে।
এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কীর্তনের দল নামকীর্তন পরিবেশন করবে। জন্মাষ্টমী উপলক্ষে দেশের সবচেয়ে বড় ও আড়ম্বরপূর্ণ জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
জন্মাষ্টমী উপলক্ষে আজ বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকা দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র ও টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
এদিকে, গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রমজানের কারণে জন্মাষ্টমীর শোভাযাত্রা বিকেল ৫টার মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এছাড়া ইফতার ও নামাজের সময় মাইক ব্যবহার না করতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
(শীর্ষ নিউজ ডটকম/ডিএন/এমএনএম/আবি/১১:০৫ঘ.)
সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।