আখাউড়া-ঢাকা রেলপথে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) দিয়ে কমিউটার ট্রেনের উদ্বোধন করেছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপি। গতকাল বেলা সাড়ে ১১টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে সমাবেশ শেষে ফিতা কেটে নতুন এ কমিউটার ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. ওবায়দুল মোকতাদির চৌধুরী, কসবা-আখাউড়ার সংসদ সদস্য মোহাম্মদ শাহ আলম, মহিলা সংসদ সদস্য জোবেদা খাতুন পারুল, রেলওয়ে মহাপরিচালক প্রকৌশলী মো. আবু তাহের, পূর্বাঞ্চল রেলপথের মহা-ব্যবস্থাপক তফাজ্জল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম। অনুষ্ঠানে বক্তৃতা করেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।