রাজনৈতিক কর্মসূচির নামে সাংবাদিকদের ওপর হামলা হলে রাজপথে আন্দোলনে নামবেন সাংবাদিকরা। দেশব্যাপী ভয়াবহ নৃশংসতা, হত্যা, জ্বালাও-পোড়াও অপতৎপরতা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএফইউজের (একাংশের) সভাপতি মনজুরুল আহসান বুলবুল। বক্তব্য দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ডিইউজের (একাংশের) সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান সাইফুল আমিন, এটিএন নিউজের প্রভাষ আমিন, মোল্ল্যাহ আমজাদ হোসেন প্রমুখ।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, ক্ষমতায় যাওয়ার লালসায় কর্মসূচি দিয়ে রাজনীতির নামে দেশে আগুন জ্বলছে, গাড়ি পোড়ানো হচ্ছে। রেললাইনে আগুন ধরিয়ে কোটি কোটি টাকার ক্ষতি করা হচ্ছে। দগ্ধ মানুষ আর্তনাদ করছে। জনসাধারণকে জিম্মি করা হচ্ছে। এ ধরনের আচরণ গণতান্ত্রিক আন্দোলন বা কর্মসূচি হতে পারে না। তিনি বলেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন। তিনি ১৮-দলীয় জোটের প্রসঙ্গ টেনে বলেন, জ্বালাও-পোড়াও বন্ধ করুন। বিনা কারণে সংবাদকর্মীদের ওপর হামলা বন্ধ করুন। নির্যাতন বন্ধ করুন। নইলে সাংবাদিক সমাজ প্রতিরোধ করার জন্য রাজপথে নেমে আসবে। তিনি পুলিশ বাহিনীর সমালোচনা করে বলেন, সাংবাদিকদের হয়রানি করবেন না। ফল ভালো হবে না। কর্মসূচির আগে সাংবাদিক নেতারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।