আইসিসি ট্রফি জেতার পর থেকেই পুরস্কৃত করা হচ্ছে ক্রিকেটারদের। ক্রিকেটাররা জমি পেয়েছিলেন ১৯৯৬ সালে আইসিসি ট্রফি জেতার পর। এরপরও ক্রিকেটাররা জমি পেয়েছেন। কখনোবা গাড়ি। তবে বেশিরভাগ সময়ই ক্রিকেটারদের পুরস্কৃত করা হয় আর্থিকভাবে। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় এবং শ্রীলঙ্কার বিপক্ষে ব্যক্তিগত কিছু প্রাপ্তির জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ১৬ ক্রিকেটারকে ৩৫ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দেন। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অডিটেরিয়ামে সেই পুরস্কার চেকের মাধ্যমে দেওয়া হয়েছে ক্রিকেটারদের। এ বছরের মার্চে মুশফিকুর রহিমের বাংলাদেশ প্রথমবারের টেস্ট ড্র করে শ্রীলঙ্কার বিপক্ষে। গল টেস্টে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন। মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেন ওই টেস্টে। আশরাফুল ১৯০ ও নাসির করেছিলেন ১০০ রান। তিন ক্রিকেটারের ব্যক্তিগত অর্জনে আনন্দিত হয়ে ডাবল সেঞ্চুরিয়ান মুশফিককে ৪ লাখ টাকা, আশরাফুলকে ৩ লাখ টাকা ও নাসিরকে ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।