আমাদের কথা খুঁজে নিন

   

জামালপুরে ৩৬ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

হত্যার ৩৬ দিন পর গতকাল জামালপুর পৌর গোরস্থান থেকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবদুর রহমানের লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে জামালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের উপস্থিতিতে তার লাশ তোলা হয়। আলামত সংগ্রহ করে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঢাকার উত্তরা এলাকা থেকে গত ২৩ জুলাই আবদুর রহমানকে অপহরণ করে। মুক্তিপণ না পেয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। পরদিন সকালে জামালপুরের মোহনপুর গ্রামে তার লাশ পাওয়া যায়। তখন তার পরিচয় না পাওয়ায় পুলিশ লাশের সুরতহাল করে ২৫ জুলাই জামালপুরের আনজুমান মুফিদুল ইসলামের সহযোগিতায় পৌর গোরস্থানে দাফন করে। পরবর্তীতে অপহৃতের ভাইয়ের দায়ের করা মামলায় চারজন আসামি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১ এর হাতে ধরা পড়ে। আটক আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দিতে জানায় কোমল পানীয়ের সঙ্গে পাঁচটি ঘুমের বড়ি খাইয়ে আবদুর রহমানকে হত্যা করেছে তারা। নিহত আবদুর রহমানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীকুর গ্রামে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.