আমাদের কথা খুঁজে নিন

   

খেলাঘরের প্রথম জয়

ফতুল্লায় ম্যাচ না হলেও বগুড়াতে প্রাইম দলেশ্বরকে হারিয়ে লিগে প্রথম জয়ের মুখ দেখেছে খেলাঘর। প্রথমে ব্যাট করে খেলাঘর ৭ উইকেটে ২১৫ রান করে। পুরো লিগে দুইশর ওপর স্কোর খেলাঘরের এটাই প্রথম। খেলাঘরকে লড়াই করার রসদ জোগান আরিফুল হক ৬৯ রান করে। ৯৩ বলের ইনিংসটিতে ৪টি চার ছাড়াও ছিল ২টি ছক্কা। এ ছাড়া নিজামুদ্দিন রিপন ৩৯, মাহমুদুল ইসলাম ৩৩ ও আরাফাত উদ্দিন ২৫ রান করেন। প্রাইমের পক্ষে ফরহাদ রেজা ৩ উইকেট নেন ৩৫ রানে। ২১৬ রানের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার মেহেদি মারুফ ও আরমান হোসেন ৬১ রানের শক্ত ভিত দেন। কিন্তু ভিতকে অন্যরা কাজে লাগাতে পারেননি। কাজে লাগাতে দেননি রিপন ঘূর্ণি জাদুতে। রিপন মাত্র ১৬ রানে নেন ৫ উইকেট। রিপনের বিধ্বংসী বোলিংয়েই প্রাইমের ইনিংস থেমে যায় ৪৬.১ ওভারে ১৬৮ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন তিলকারত্নে সাম্পাথ। ৭ ম্যাচে খেলাঘরের যেমন এটা প্রথম জয়, তেমনি প্রাইমের তৃতীয় হার। বিকেএসপি-৩ নম্বর মাঠে কলাবাগান ক্রিকেট একাডেমি ৫২ রানে হারিয়েছে সতীর্থ কলাবাগানকে। প্রথমে ব্যাট করে একাডেমি ৫০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রান করে। ১৯০ রানের টার্গেটে খেলতে নেমে কলাবাগানের ইনিংস থেমে যায় ৩৯.২ ওভারে ১৩৭ রানে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.