উপজেলা নির্বাচনে হেফাজতে ইসলাম বাংলাদেশ কোনো প্রার্থী দেয়নি ও কাউকে সমর্থন করেনি বলে দাবি করেছেন হেফাজত মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী। গতকাল হেফাজত মহাসচিবের পাঠানো বিবৃতিতে এ দাবি করা হয়। বিবৃতিতে জানানো হয়, রাজনৈতিক তৎপরতার সঙ্গে হেফাজতে ইসলাম কখনো জড়িত ছিল না এবং ভবিষ্যতেও হবে না। কিন্তু সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে উপজেলা নির্বাচনে প্রার্থী দিয়েছে এমন খবরের পরিপ্রেক্ষিতে হেফাজতের পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে হেফাজত মহাসচিব আরও বলেন, আইমান আল-জাওয়াহিরীর আল-কায়েদা, তালেবান ও জঙ্গীবাদের সঙ্গে কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং হেফাজতে ইসলামের কোনো ধরনের সম্পর্ক নেই। বরং শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সুদ, ঘুষ, দুর্নীতি, পাপাচার ও অন্যায়-অত্যাচার মুক্ত দেশ ও সমাজ গঠনে ওলামায়ে কেরামের জোরাল ভূমিকা রাখছে কওমি আলেম এবং হেফাজতে ইসলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।