মঙ্গলবার কাবুলে নবনির্মিত আফগানিস্তান ফুটবল ফেডারেশন স্টেডিয়ামে প্রায় ছয় হাজার দর্শক উপভোগ করেছে ম্যাচটা। যার নাম দেয়া হয়েছে ‘বন্ধুত্বের ম্যাচ’।
প্রতিবেশী হলেও ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৯ নম্বরে থাকা আফগানিস্তান ও ১৬৭ নম্বরে থাকা পাকিস্তান দীর্ঘ ৩৬ বছর পর কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মুখোমুখি হলো।
২০০৩ সালে ঘরের মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে তুর্কমেনিস্তানকে ১-০ গোলে হারিয়েছিল আফগানিস্তান।
যুদ্ধের বিভীষিকাকে পেছনে ফেলে আস্তে-আস্তে জেগে উঠছে আফগানিস্তানের ক্রীড়াঙ্গন। গত বছর প্রথম বারের মতো প্রিমিয়ার ফুটবল লিগের আয়োজন করেছে তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।