শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৮ রান করে আফগানিস্তান।
সর্বোচ্চ ৩১ রান আসে শফিকুল্লাহর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন নাজীব তারাকাই। ২৮ রানে অপরাজিত থাকেন সামিউল্লাহ সেনওয়ারি।
জিম্বাবুয়ের পক্ষে নাতসাই মুশাঙ্গে ও শন উইলিয়ামস দুটি করে উইকেট নেন।
জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান মাসাকাদজার ৯৩ রান তিন বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেয় জিম্বাবুয়েকে। ৫২ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ৭টি বিশাল ছক্কায়।
মাসাকাদজার সঙ্গে ১০২ রানের উদ্বোধনী জুটি গড়া সিকান্দার রাজা করেন ২৭ রান। ১৬ রানে অপরাজিত থাকেন শন উইলিয়ামস ও এল্টন চিগুম্বুরা।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।