আফগানিস্তানের নির্বাচনে নিশ্চিত বিজয়ের দিকে এগিয়ে চলেছেন বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ সর্বশেষ ফলাফলে দেখা গেছে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছেন৷ তবে চুড়ান্ত ফলাফল ঘোষণায় বাধ সাধতে পারে ব্যাপক কারচুপির অভিযোগ।
তথ্যসূত্র ডয়চে ভেলে
Click This Link
গত ২০শে আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত বেশ কয়েক দফায় ভোট গণনার ফলাফল জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে৷ দেখা গেছে এসব ফলাফলে প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহর চেয়ে এগিয়ে রয়েছেন হামিদ কারজাই৷ তবে সংশয় ছিল তিনি শতকরা ৫০ ভাগের বেশি ভোট পাবেন কিনা৷ অন্যথায় অক্টোবর মাসে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে তাকে আবারো আবদুল্লাহ আবদুল্লাহকে মোকাবিলা করতে হতো৷ তবে মঙ্গলবার আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন জানিয়েছে যে ৯১.৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে৷ দেখা গেছে প্রেসিডেন্ট হামিদ কারজাই পেয়েছেন ৫৪.১ শতাংশ ভোট এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ২৮.৩ শতাংশ ভোট৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।