অনেকটা হঠাৎ করেই রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত কেন?
আমার এই সংগীতজীবনে সাধারণ মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি।
আর একটা সময় এসে আমার মনে হলো তাদের জন্য কিছু করা দরকার। তাই মনে মনে একটি রাজনৈতিক প্লাটফর্ম খুঁজছিলাম। এবার তা পূর্ণ হলো।
শোনা যায় ২০১১ সালে আপনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন?
না বিষয়টা এ রকম না।
ওই বছর হঠাৎ করেই আমার স্বামী মঈনুল ইসলাম খানের কাছে আওয়ামী লীগের এক এমপি ফোন করেন। তারপর তিনি জাতীয় সংসদের নতুন পাঁচটি সংরক্ষিত নারী আসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাকে সাক্ষাৎ করার কথা বলেন। এরপর আমি তার সঙ্গে দেখা করি এবং মনোনয়নপত্র জমা দিই। কিন্তু পরবর্তীতে কোনো কারণে তারা আমাকে গ্রহণ করেননি। এতে আমার কোনো ক্ষোভ নেই।
হয়তো ওই সময় আমার চেয়ে যোগ্য কেউ ছিলেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে কোনো কাজ করিনি। আমি কখনোই আওয়ামী লীগে ছিলাম না। এমনকি তাদের কোনো পেপারসে আমার স্বাক্ষর নেই।
আপনি কাদের জন্য কাজ করতে চান?
আমি সবসময় সাধারণ জনগণের সেবার জন্য একটা প্লাটফর্ম চেয়েছি।
সেটা আওয়ামী লীগ থেকে পাইনি কিন্তু বিএনপিতে যোগ দিয়ে তা পূরণ হবে আশা করি। আমাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমার দেশের বাড়ি সিরাজগঞ্জে কাজ শুরু করার জন্য।
এ দলটি থেকে সংসদ নির্বাচন করবেন সামনে?
নির্বাচন নিয়ে কোনো কথাবার্তা এখনো হয়নি। তবে তারা আমাকে প্রশ্ন করেছেন, আমি কীভাবে এবং কোন উদ্দেশে বিএনপিতে যোগ দিলাম। আমি আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ এলাকার মানুষের জন্য জনকল্যাণমূলক কাজ করতে চাই।
সেটাই বলেছি।
বিএনপি সংগঠনের হয়ে কাজ করবেন কবে থেকে?
এখন তো আমি আনুষ্ঠানিকভাবে যোগ দিলাম। আশা করছি খুব শীঘ্রই সংগঠনের হয়ে কাজ শুরু করব। আমি সবার কাছে সহযোগিতা চাই।
তবে কি এখন থেকে গানের ভুবনে আপনাকে কম দেখতে পাব?
আমি গানের ভুবনের মানুষ।
আমি গান ছাড়া থাকতে পারব না। দীর্ঘদিন গান করে আসছি। গান ছাড়ছি না। তবে গানের পাশাপাশি গণমানুষের পাশে থাকতে চাই। তাদের জন্য কিছু কাজ করে যেতে চাই।
আগামী মাসে 'ফোবানা' উৎসবে যাচ্ছি গান গাইতে।
সংগীতাঙ্গন উন্নয়নের জন্য কাজ করবেন?
অবশ্যই চেষ্টা করব। আমি সংগীতের মানুষ। তাই একটা বাড়তি টানতো রয়েছেই। ভালোবাসার জায়গা থেকে যতটা কাজ করা যায় করব।
আসলে আগে তো শুরু করি, তারপর সব হবে। * আলী আফতাব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।